ফরিদপুরের চারটি আসনে পৌঁছেছে ভোটের সামগ্রী

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:২৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। শনিবার সকালে শুরু হয়ে বিকালে এ কার্যক্রম সম্পন্ন হয়।

রিটার্নিং কর্মকর্তা ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, ভোটের সরঞ্জাম জেলার ৬৫৭টি ভোটকন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর পর ওই সব মালামাল নিরাপত্তার মধ্যে রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের ফরম, স্টেশনারি, ব্যালট পেপার, বক্সসহ অর্ধশতাধিক নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

রোববার সকাল আটটায় শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। জেলার ১৪ লাখ ২০ হাজার ৬৭২ জন ভোটার এবার ভোট দেবেন। চারটি আসনে ১৭ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :