ডিএসইর সূচক দাঁড়ালো ৫৪৭৭ পয়েন্টে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০১৭, ২০:৩৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সোমবার লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ডিএসইর সূচক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৭৭ পয়েন্ট। পাশাপাশি বেড়েছে লেনদেন ও বাজার মূলধন।

সোমবার ডিএসইতে ৬৭ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ৬৬৮৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ এক হাজার ৮৫৬ কোটি ৫২ লাখ পাঁচ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৬৫৯ কোটি আট লাখ সাত হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৫১৬ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকার।

এদিন ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৫.০৭ পয়েন্ট বেড়ে ৫৪৭৭.৮৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.৪১ পয়েন্ট বেড়ে ১৯৪৪.৪৮ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ্ সূচক ডিএসইএস ৬.৩৩ পয়েন্ট বেড়ে ১২৬০.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে টাকার অংকে প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো লিঃ, বারাকা পাওয়ার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ইফাদ অটোস, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, সিএনটেক্স ও সেন্ট্রাল ফার্মা।

বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি: বিডি অটোকারস, বারাকা পাওয়ার, এক্সিম ব্যাংক, ইসলামি ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, যমুনা ব্যাংক, আইসিবি এএমসিএল ২য়, ইস্টার্ন ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স ও ফু-ওয়াং সিরামিকস।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি:- সিএপিএম বিডিবিএল, মডার্ন ডাইং, ন্যাশনাল টিউবস, কে অ্যান্ড কিউ, ন্যাশনাল টি কোম্পানি, ফাইন ফুডস, অগ্রণী ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, গ্রিন ডেল্টা ও এমারেল্ড অয়েল।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

জাতির জনকের সমাধিসৌধে কেবি কর্মচারী ইউনিয়ন নেতাদের শ্রদ্ধা নিবেদন 

নারী প্রশিক্ষণার্থীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্ন 

ঋণের সুদহার ১৪ শতাংশের বেশি হবে না, বাংলাদেশ ব্যাংকের আশ্বাস

ভারতীয় পেঁয়াজ আমদানির পর দেশি পেঁয়াজের দাম বাড়ালেন পাইকাররা

ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর

কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

ঈদ উপলক্ষ্যে দেশব্যাপী বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ‘ট্রাক সেল’ কার্যক্রম উদ্বোধন

বিসিএসআইআর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষর

ঈদ উপলক্ষে ওয়ালটনের বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উন্মোচন 

বাজেট ২০২৪-২৫: ধনীদের কর বাড়ছে

এই বিভাগের সব খবর

শিরোনাম :