ঠাকুরগাঁও যুবলীগের সভাপতি আপেল, সমীর সাধারণ সম্পাদক

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০১৭, ২৩:৩৯
অ- অ+

ঠাকুরগাঁও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল সভাপতি ও জেলা পরিষদের সদস্য দেবাশীষ দত্ত সমীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুফ চৌধুরী।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা জাহান লিটা, জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী, কেন্দ্রয়ীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক, সহ-সভাপতি মকবুল হোসেন বাবু, মাহাবুব রহমান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল।

সম্মেলন শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুফ চৌধুরী নির্বাচনের মাধ্যমে আব্দুল মজিদ আপেলকে সভাপতি ও সমীর দত্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২৩মে/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা