মুন্সীগঞ্জে দিনেদুপুরে তিন বাসায় চুরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০১৭, ২০:০১
অ- অ+

মুন্সীগঞ্জ জেলা শহরের খাল ইস্ট এলাকায় পাটোয়ারী ভবনের তিনটি ফ্ল্যাটে দিনের বেলা তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে পাটোয়ারী ভবনের চতুর্থ তলার দুটি এবং তৃতীয় তলার আরেকটি ফ্ল্যাটে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

ফ্ল্যাটটির চতুর্থ তলায় দীর্ঘ কয়েক মাস ধরে ভাড়া থাকেন এনটিভি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধির ক্যামেরাপার্সন সুমিত সুমন। সুমিত সুমনের বাসা থেকে দুই ভরি স্বর্ণাংকার ও নগদ ৩০ হাজার টাকা ছাড়াও পাশের ফ্ল্যাট থেকে নগদ ২০ হাজার টাকা চুরি হয়। তবে তয় তলার ফ্ল্যাট থেকে কী পরিমাণ জিনিস চুরি হয়েছে সেই বাসার অধিবাসীরা না আসার কারণে এখনো ধারণা করা যাচ্ছে না।

ইতোমধ্যে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সুমিত সুমন জানান, সস্ত্রীক আজ সকালে তারা নারায়ণগঞ্জ বেড়াতে যান, তবে লোকমুখে এই ঘটনা শোনে ছুটে আসেন তিনি। দিনের বেলায় এতো বড় দূর্ঘটনার বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেন সুমিত সুমন।

সংবাদকর্মীর বাসায় দিনের বেলা চুরির ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দীন উজ্জল, সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসীম উদ্দীন দেওয়ান।

(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা