বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০১৭, ২১:৪১
অ- অ+
ফাইল ছবি।

নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। তারা হলো- সাথী খাতুন (১১) ও তানজিলা খাতুন (৬)।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গড়মাটি সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাথী গড়মাটি গ্রামের শরীয়তুল্লাহর এবং তানজিলা আজম আলীর মেয়ে। তারা দুজনে সম্পর্কে আপন চাচাতো বোন এবং গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির ছাত্রী।

গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান জানান, বৃহস্পতিবার দুপুরে তারা দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। বেশ কিছু সময় পরেও ফিরে না আসায় বাড়ির লোকজন খুঁজতে গিয়ে পুকুরে তাদের ভাসমান লাশ ভাসতে দেখেন। পরে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারসহ গোটা গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

(ঢাকাটাইমস/০১জুন/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরিজ হারের পর ব্যর্থতা স্বীকার করে যা বললেন মিরাজ
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা