বাকৃবিতে নতুন প্রক্টর

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০১৭, ১৬:৩৮
অ- অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। দুই বছর মেয়াদি ৩৬তম প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দীন খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তীসহ বিভিন্ন পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতারা।

প্রসঙ্গত, অতিরিক্ত ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন ৩৫তম প্রক্টর হিসেবে ২০১৫ সালের ৪ জুন থেকে ২০১৭ সালের ৪ জুন পর্যন্ত দায়িত্বরত ছিলেন।

(ঢাকাটাইমস/০৪জুন/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা