সিংড়ায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০১৭, ১৭:৪০

নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নুরজাহান খাতুন জিতু (১৫) নামের এক শিক্ষার্থী।

সোমবার দুপুরে ইউএনও মোহাম্মদ নাজমুল আহসান বাল্যবিয়ে দেয়া হবে না মর্মে উভয় পক্ষের কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেন।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রামের জমসেদ আলী মাস্টারের মেয়ে নুরজাহান খাতুন জিতুর (১৫) সঙ্গে মাস্টার মোজাম্মেল হকের ছেলে মঞ্জুরুল ইসলামের বিয়ে দিচ্ছিল তাদের পরিবার। রোববার (৪ জুন) রাত আটটায় বিয়েবাড়িতে সাজ সাজ রব ও বিয়ের সব আয়োজন চলছিল। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ইউএনও ওই বিয়ে বন্ধ করেন।

প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত যাতে নুরজাহান খাতুন জিতুর বিয়ে দেয়া না হয়, সে জন্য আজ সোমবার দুপুরে দুই পক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা নেয়া হয়।

(ঢাকাটাইমস/৫জুন/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :