কুমিল্লায় ছাত্রদলের পদবঞ্চিতদের ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ০৮:৫৯
অ- অ+

কমিটি গঠনকে কেন্দ্র করে কুমিল্লার লাকসামে বিক্ষোভ ও ভাঙচুর করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে লাকসাম বাজারে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বিকালে লাকসাম পৌরসভা ও উপজেলা ছাত্রদলের পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষণা করা হয়। এর জের ধরে রাতে পদবঞ্চিতরা লাকসামের উত্তরবাজারস্থ বিএনপির একাংশের নেতা আবুল কালাম প্রকাশ চৈতি কালামের অফিসে হামলা ও ভাঙচুর করে। এ সময় তারা লাকসাম বাজারে বিক্ষোভও করে।

লাকসাম পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক রাজু জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে মাঠে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। হঠাৎ করে আবুল কালাম তার অনুসারীদের দিয়ে একটি পকেট কমিটি গঠন করেছেন। এ কমিটি ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীরা কোনভাবেই মেনে নেবে না। তাই তারা ক্ষুব্ধ হয়েছেন।’

এদিকে আবুল কালামের অফিসে হামলার বিষয়ে তার একান্ত অনুসারী আবদুর রহমান বাদল জানান, যারা আবুল কালামের অফিসে হামলা করেছে তারা বিএনপির কেউ নয়। এটি একটি অপ্রীতিকর ঘটনা।

ঢাকাটাইমস/৭জুন/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা