বড়লেখায় টিলা ধসে মা-মেয়ের মৃত্যু

মো. মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার প্রতিনিধি
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১৩:৫০| আপডেট : ১৮ জুন ২০১৭, ১৪:২৯
অ- অ+
ফাইল ছবি

টানা বর্ষণে মৌলভীবাজার বড়লেখা উপজেলায় টিলা ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার ভোরের দিকে উপজেলার ডিমাই বাতাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আছিয়া বেগম ও তার মেয়ে ফাহমিদা বেগম। আছিয়া বেগম মৃত আব্দুল সাত্তারের স্ত্রী এবং ফাহমিদা বেগম স্থানীয় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

গত ১২ জুন রাত থেকে ১৪ জুন সকাল পর্যন্ত চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজারের বিভিন্ন স্থানে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ভূমিধসে পাহাড়ের নিচের বাড়িঘর ধরে পড়ে প্রাণ হারায় ১৫৯ জন। যাদের মধ্যে রাঙ্গামাটিতেই আছে অন্তত ১১০ জন।

আজ সকালে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি ও রামগড় উপজেলায় পাহাড় ধসে তিন শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাডড়ি ঢলে ঘর ভেসে গিয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানান, টিলার পাদদেশে বেশ কয়েক বছর ধরে তারা বসবাস করে আসছিলেন। কয়েকদিন ধরে টানা ভারি বর্ষণের কারণে আজ ভোরের দিকে হঠাৎ টিলার মাটি ধসে পড়ে মাটি চাপায় মা-মেয়ের মৃত্যু হয়।

মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র তারেক রহমানের
বিএনপির সমাবেশে সাংবাদিক পরিচয়ে শিবিরকর্মী!
৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর, নেওয়া হয়েছে হাসপাতালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা