প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে লন্ডনে খালেদা: খালিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০১৭, ২০:০৪

সব আন্দোলনে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করতে খালেদা জিয়া লন্ডনে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘পঁচাত্তরের মতো আর কোনো ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দেয়া হবে না। এমন ষড়যন্ত্রের কোনো গন্ধও যদি আমরা পাই; ষড়যন্ত্রকারীদের স্থান বাংলার মাটিতে হবে না।’

শুক্রবার দিনাজপুরের বিরলে জিগাতলী ঘাট ব্রিজ ও রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, ‘বিএনপি একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে জন্ম নিয়েছে, এখনো তারা সেই ষড়যন্ত্র থেকে বের হয়নি। তারা জনগণের কথা ভাবে না। দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা, অথচ খালেদা জিয়া চিকিৎসার নামে লন্ডন-বিলাসে চলে গেলেন। আর প্রধানমন্ত্রী ছুটে চলেন দুর্গত মানুষের পাশে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আপনাদের জীবন উন্নত করাই শেখ হাসিনার লক্ষ্য। প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী অসহায়, বন্যার্তদের পাশে রয়েছে। আওয়ামী লীগ যখন দেশের মানুষের সেবায় ব্যস্ত; খালেদা জিয়া ব্যস্ত ষড়যন্ত্রে।’

খালিদ মাহমুদ বলেন, ‘যাদের ঘর নেই সরকার তাদের ঘর করে দিচ্ছে। নদী ভাঙনে যারা গৃহহীন হয়েছে তাদেরও সরকার ঘর করে দেবে।’ তিনি বলেন, ‘অনেক ষড়যন্ত্রের মধ্যেও সরকার চালের বাজার স্থিতিশীল রেখেছে। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, রাস্তা ঘাট এসব আওয়ামী লীগের উন্নয়ন।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে না। তাই আপনাদের নিজেদের স্বার্থে এবং দেশের বৃহত্তর স্বার্থে ভবিষ্যতেও শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে। কারণ শেখ হাসিনা মানেই উন্নয়ন, শেখ হাসিনা মানেই সমৃদ্ধির ধারাবাহিকতা আর উন্নত বাংলাদেশের হাতছানি।’

স্থানীয় আওয়ামী লীগ নেতা এসহাক আলীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক উমা কান্ত রায়।

(ঢাকাটাইমস/২১জুলাই/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের জনগণ আজ ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে: রিজভী

উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি-আ.লীগে অস্বস্তি, মাঠপর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত

প্রয়াত নেতা পিন্টুর কবর জিয়ারতে বিএনপি নেতারা

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে কমলাপুরে সিপিবির বিক্ষোভ

জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন: ফারুক

দেশের জনগণ আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

শাসকগোষ্ঠীর রক্তচক্ষুর কাছে গণমাধ্যম বারবার আত্মসমর্পন করেছে: বাংলাদেশ ন্যাপ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

কে এই মামুনুল হক? যেভাবে পান ব্যাপক পরিচিতি

হেফাজতের সাবেক নেতা মামুনুল হক কারামুক্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :