বিচার বিভাগ নিয়ে অপরাজনীতি করছে বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৭, ২৩:২৯

বিচার বিভাগের বিরুদ্ধে কোনো মন্তব্য নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি রায়ের কিছু অংশের গঠনমূলক সমালোচনা করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কিন্তু এ নিয়ে বিএনপির নেতারা অপরাজনীতি করছেন।

মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, নিশ্চিত শাস্তির আশঙ্কা থেকে রেহাই পেতেই নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দূরুত্ব সৃষ্টি করতে বিএনপির নেতারা কূটকৌশলের আশ্রয় নিয়েছেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিচারাধীন একাধিক মামলা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার কথা উল্লেখ করেন।

বিএনপির নেত্রী একাধিক দুর্নীতির মামলায় ১৫০ বার আদালতে অনুপস্থিত থেকে বিচার বিভাগের প্রতি ব্যক্তিগত অশ্রদ্ধা ও অসম্মান করেছেন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘সেই দল ও নেতাদের মুখে বিচার বিভাগের মর্যাদার কথা শোভা পায় না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী কখনোই বিচার বিভাগের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি। দেশের যেকোনো নাগরিক প্রকাশিত রায়ের গঠনমূলক সমালোচনা করতে পারেন। প্রধানমন্ত্রী বিচার বিভাগকে নয়, কেবল একটি রায়ে উল্লেখিত অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় কিছু পর্যবেক্ষণ ও মন্তব্যের বিষয়ে গঠনমূলক কথা বলেছেন।’

কিন্তু বিষয়টি নিয়ে বিএনপির নেতারা অপরাজনীতি করছেন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘একাধিক দুর্নীতি মামলার আসামি বিএনপির নেতা মওদুদ আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপি নেতারা বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার ও প্রতারণামূলক অভিযোগ তুলে অপরাজনীতি করছেন। দুর্নীতি মামলায় অভিযুক্ত বিএনপি নেতারা সহানুভূতি ও আনুকূল্য পাওয়ার উদ্দেশ্যে নানা ধরনের মন্তব্য করছেন।’

বিএনপির নেতারা প্রধান বিচারপতির কুশপুত্তলিকা দাহসহ আদালত প্রাঙ্গণে নানা জঘন্য ঘটনা ঘটিয়েছে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অন্যদিকে আওয়ামী লীগ বিচার বিভাগকে স্বাধীন, মর্যাদাসম্পন্ন এবং উচ্চ পর্যায়ে নিয়ে যাবার পদক্ষেপ নিয়েছে।’

প্রধানমন্ত্রীর বক্তব্য দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাবে- বিএনপির সংবাদ সম্মেলনে এমন অভিযোগের উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মূল কথা হলো বিএনপি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে অবৈধ উপায়ে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর রয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আব্দুল মতিন খসরু, মুকুল বোস, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব বড়ুয়া, আমিরুল আলম মিলন প্রমুখ।

(ঢাকাটাইমস/২২আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের জনগণ আজ ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে: রিজভী

উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি-আ.লীগে অস্বস্তি, মাঠপর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত

প্রয়াত নেতা পিন্টুর কবর জিয়ারতে বিএনপি নেতারা

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে কমলাপুরে সিপিবির বিক্ষোভ

জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন: ফারুক

দেশের জনগণ আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

শাসকগোষ্ঠীর রক্তচক্ষুর কাছে গণমাধ্যম বারবার আত্মসমর্পন করেছে: বাংলাদেশ ন্যাপ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

কে এই মামুনুল হক? যেভাবে পান ব্যাপক পরিচিতি

হেফাজতের সাবেক নেতা মামুনুল হক কারামুক্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :