আখাউড়ায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৭, ১৭:০৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সুমি আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের গোলাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমি উপজেলার ধরখার ইউনিয়নে প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী। সুমি গোপালপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মো. ছিদ্দিক মিয়ার মেয়ে। রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

জানা গেছে, আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে প্রবাসী বাবুল মিয়ার সাথে সুমি আক্তারের বিয়ে হয়। কিছুদিন আগে বাবুল মিয়া দেশে আসেন। স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ হওয়ায় সুমি তার বাবার বাড়িতে চলে আসে। এরই মধ্যে ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী বাবুল মিয়া স্ত্রীকে না বলে পুনরায় প্রবাসে চলে যায়। স্বামীর সঙ্গে অভিমান করে বৃহস্পতিবার বিকালে বিষপান করে সুমি। পরিবারের লোকজন বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :