তামিম-সাকিবের জোড়া হাফ সেঞ্চুরিতে দারুণ এগুচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০১৮, ২২:৩৪ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ২১:৪৪

১ রানে এক উইকেট।শুরুটা বাজে হলেও দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ২৫.৪ ওভারে ১০০ রান তুলে নিয়েছেন এ জুটি। হাফ সেঞ্চুরি করেছেন তামিম সাকিব দুজনই। ৮৭ বলে ক্যারিয়ারের ৪২তম ওয়ানডে হাফসেঞ্চুরি তুলে নেন তামিম।

৩৮তম হাফ সেঞ্চুরি করেন সাকিব আল হাসান। তিনি হাফ সেঞ্চুরি করেন ৬৮ বলে।

গায়ানাতে ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে প্রথম ওয়ানডেতে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি। কিন্তু শুরুটা জঘন্য ছিল বাংলাদেশের। কোনো রান না করেই পেসার জেসন হোল্ডারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন ওপেনার এনামুল হক বিজয়। দলের রান তখন ১। ওভার ১.৩। মানে স্বাগতিকদের পেস আক্রমণে শুরুতেই যবুথবু অবস্থা হয় টাইগারদের।

৪.৪ ওভারে বাংলাদেশের রান যখন এক উইকেটে ১০, তখন বৃষ্টি শুরু হলে খেলা সাময়িক বন্ধ থাকে। তবে দ্রুতই বৃষ্টি থেমে গেলে আবার ব্যাট করতে নামেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। বৃষ্টির পর আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। বিপদ থেকে দলকে দারুণ জায়গায় নিয়ে যান তারা।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ৩৯ ওভারে এক উইকেটে ১৮১।

এদিন তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন এনামুল হক বিজয়। গত জানুয়ারিতে ঢাকাতে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন বিজয়।কিন্তু ব্যাটে রান পাননি তেমন। তবে সৌম্য সরকারের বাজে ফর্মের কারণে আবারও সুযোগ পান এ ওপেনার। কিন্তু আবারও ব্যর্থ হন বিজয়।

তিন পেসার নিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মানে মাশরাফির সঙ্গে মুস্তাফিজ ও রুবেল হোসেন। একাদশে আছের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। আছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।

ওদিকে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজ একাদশে ফিরেছেন মারকুটে ওপেনার ক্রিস গেইল ও অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

(ঢাকাটাইমস/২২জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :