মাদক নির্মূল পর্যন্ত যুদ্ধ চলবে: র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ থেকে
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ২১:৩১

মাদক কারবারিদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ডিজি বেনজীর আহমেদ বলেছেন, যারা মাদক ব্যবসা এখন চালিয়ে যাচ্ছেন তারা অনতিবিলম্বে ব্যবসা ছেড়ে দেবেন। অন্যথায় আমাদের যুদ্ধ চলছে, মাদক নির্মূল না হওয়া পর‌্যন্ত যুদ্ধ চলবে।

সোমবার বিকেলে গোপালগঞ্জ শেখ মনি অডিটোরিয়ামে রোজী জামাল মহিলা কাবাডির পুরস্কার বিতরণ এবং পূবালী ব্যাংক লি. দাবা প্রশিক্ষণের সদনপত্র বিতরণ ও বাড়তি ওষুধে নতুন জীবন কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র‌্যাব ডিজি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, ‘ব্যবসা না ছাড়লে মাদক ব্যবসায়ীদের গ্রাম ও শহর থেকে বিতাড়িত করা হবে। হয় স্বেচ্ছায় ছাড়তে হবে অন্যথায় আমরা এ ব্যবসা ছাড়তে বাধ্য করবো। কোনোভাবেই এদেশে এ ব্যবসা চলতে দেয়া হবে না। আপনাদের সবাইকে সাথে নিয়ে তার জন্য যা যা করণীয় আমরা তা করবো।’

বেনজীর আহমেদ আরো বলেন, ‘আমরা দেশে কোনো মাদক ব্যবসায়ী দেখতে চাই না। আর আমার জেলায় তো প্রশ্নই আসে না। গোপালগঞ্জ যেহেতু আমার নিজের জেলা, তাই গোপালগঞ্জকে সবার আগে মাদকমুক্ত করে প্রয়োজন হলে প্রধানমন্ত্রীকে দিয়ে গোপালগঞ্জকে মাদকমুক্ত ঘোষণা করা হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসলাম খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এ, কে, এম আব্দুর রকীব, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ।

আয়োজক সংগঠন গোপালগঞ্জ সোশল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী হারুণ-অর-রশীদ মিরণ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পরে রোজী কামাল মহিলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে পুরস্কার, পূবালী ব্যাংক লি. দাবা প্রশিক্ষণে অংশ নেয়াদের মাঝে সনদপত্র ও বাড়তি ওষুধের নতুন জীবন কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :