স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা: রিমান্ডে বাসের চালক-হেলপার

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৯:২৩ | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ১৯:০০
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গাড়িতে ধাক্কা দেয়া নিউ ভিশন পরিবহন বাসটির চালক মানিক মিয়া ও হেলপার ইব্রাহীম খলিল ইমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ শনিবার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার।

ঘটনার বর্ণনা দিয়ে রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তার প্রকৃত কারণ জানার জন্য আসামিদের রিমান্ডে নেয়া প্রয়োজন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোগী দেখতে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তার গাড়িটি হাসপাতালের সামনে কলেজ গেটের বিপরীতে পৌঁছালে পেছন থেকে নিউ ভিশন পরিবহনের ঢাকা মেট্রো ব-১১-৭৪৭৫ নম্বর বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়। মিরপুর থেকে মতিঝিল অভিমুখী বাসটি তখন চালাচ্ছিল হেলপার ইব্রাহীম খলিল ইমন (২২)। তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।

ঘটনার পর চালক মানিক মিয়া ও হেলপার ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ পরিদর্শক এখলাসুর রহমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

বিডিনিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল দুদকের

পরীমনির আবেদনে পেছাল মাদক মামলার সাক্ষ্যগ্রহণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :