স্ট্রাইক রেট ঠিক রেখে ব্যাট করতে চান মিথুন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৯

এশিয়া কাপে তামিমের সঙ্গে লিটন কুমার দাসের ওপেনিংয়ে নামা অনেকটাই নিশ্চিত। ছয বা সাত নম্বরে কে? এই পজিশনে মোহাম্মদ মিথুন ও আরিফুল হকের মধ্যে যে কেউ। ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে লোয়ার মিডল অর্ডারে বেশ রান করেছেন মিথুন। তাই এশিয়া কাপের একাদশে আরিফুল হক নন, মিথুনের সম্ভাবনাই বেশি।

মিথুন জানান, এশিয়া কাপে সুযোগ পেলে স্ট্রাইক রেট ধরে রেখে ব্যাট করবেন। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম থেকে এখন পর্যন্ত আমি যা খেলেছি, সবই ইতিবাচক খেলার চেষ্টা করেছি সবসময়। এমনকি আমি উইকেটে নেমে খুব বেশি সময় নিই না সেট হওয়ার জন্য। আমি প্রথম থেকেই চেষ্টা করি, রানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং স্ট্রাইক রোটেট করার জন্য। সুতরাং ছয় কিংবা সাত নম্বরে কিন্তু সেটাই গুরুত্বপূর্ণ যে নেমেই স্ট্রাইক রোটেট করতে হবে। স্ট্রাইক রোটেট আমার ন্যাচারেই আছে, তাই খুব বেশি চিন্তা করার কিছু নেই।’

‘আমি যেহেতু ছোটবেলা থেকে এভাবেই খেলে অভ্যস্ত, হয়তোবা আগে নতুন বলে খেলতাম বা উপরে অনেক সময় নিয়ে খেলতাম। যদিও এখন হয়তো সময় কম পাব। তবে ছয় কিংবা সাতে খেললে ১১০-১১৫, ১২০, ১৩০ স্ট্রাইক রেটে খেলতে হবে। একেক সময় পরিস্থিতি একেকটি ডিমান্ড করবে। তবে এই ধরনের স্ট্রাইক রেটে খেললে আমার মনে হয় যথেষ্ট ভালো হবে।’

ওপেনিং, মিডল অর্ডার অথবা লোয়ার মিডল অর্ডার যে কোনো পজিশনেই ব্যাট করতে প্রস্তুত মিথুন। তিনি বলেন,‘দলের যখন প্রয়োজন হয়, তখন আসলে নিজের পছন্দকে ফোকাস করার কিছু নেই। প্রত্যেকটি মানুষেরই জীবনে একটি লক্ষ্য থাকে, তবে সবকিছুই যে পূরণ হবে এমন না। দলের স্বার্থে সব জায়গার জন্যই প্রস্তুত থাকতে হবে। যেখানেই আমি খেলব, সেখানেই আমি চেষ্টা করব শত ভাগ দেওয়ার এবং আমার দ্বারা যেন দল উপকৃত হয়, সেটি খেয়াল রাখব।’

ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন সেই ২০১৪ সালে। কিন্তু সাকুল্যে ৩টি ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার। ব্যাট করতে পেরেছেন মাত্র ২টিতে। তবে এখন থেকে জাতীয় দলে নিয়মিত হতে চান মিথুন। তিনি বলেন,‘আসলে কারোরই প্রত্যাশা থাকে না শুধু দলে সুযোগ পাওয়া। অবশ্যই দলে সুযোগ পেয়ে দলের জন্য কিছু করা বা নিজের জায়গাটা পাকা করাটাই থাকে মূল উদ্দেশ্য। এরপরেও কখনো হয়, কখনো হয় না। মানুষের জীবন সবসময় একরকম যায় না। সব চেষ্টা যে সফল হবে, সেটাও না। আমরা চেষ্টা করতে পারি আমাদের ক্যারিয়ার কীভাবে আরও সুন্দর করা যায়। বাকিটা আল্লাহর ইচ্ছা এবং নিজের চেষ্টা।’

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :