জবি ডিবেটিং সোসাইটির সভাপতি সবুজ ও সম্পাদক মাহিদুল

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৮, ১৭:৪৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে রাষ্টবিজ্ঞান বিভাগের (৮ম ব্যাচ) সবুজ রায়হান সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের (১০ম ব্যাচ) মাহিদুল ইসলাম সাধারণ সাম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কক্ষে সত্তর জন ভোটারের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শুধু সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য (ছাত্রী) পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন হয়েছে। বাকী অন্যান্য পদ বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

১৫ সদস্যের কমিটির বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে খালিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইনজামামুল হক তুষার, অর্থ সম্পাদক পদে কে এম আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে ইফতেখারুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ জুনাইদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দ্বীন ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মুলহাম হায়দার গালিব, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক পদে অঞ্জন রানা গোস্বামী, কার্যনির্বাহী সদস্য (ছাত্র) আব্দুল বাতেন, মো. তাজনুর ইসলাম, মো. সাইদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য (ছাত্রী) পদে ফারজানা আক্তার ইতি ও তাহমিনা আক্তার নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান প্রধান নির্বাচন কমিশনার এবং সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর সুমন কুমার মজুমদার ও সহকারী প্রক্টর কাজী মো. নাসির উদ্দিন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে শাকিল আহমেদ সভাপতি ও সবুজ রায়হান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

ডিবেটিং সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগে ডিবেটিং ক্লাব গঠন করার উদ্যোগ নেয়া হয়েছিল। সে লক্ষ্যে ২০১৭ সালের ২৬ এপ্রিল তারিখ পর্যন্ত গঠিত বিভাগীয় ডিবেটিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছিল জবি ডিবেটিং সোসাইটি।

ঢাকাটাইমস/০৪ অক্টোবর/আইএইচ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :