ইবির ইসলামের ইতিহাস বিভাগে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৮, ২১:০৮| আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২১:২৪
অ- অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনর স্থলাভিষিক্ত হলেন তিনি।

রবিবার দুপুর ১২টার দিকে বিভাগের সভাপতির কক্ষে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

জানা যায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিদায়ী সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন।

এছাড়াও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিভাগের প্রভাষক নসরাত সুলতানার উপস্থাপনায় বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. এমতাজ হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, অধ্যাপক ড. কামাল উদ্দিন, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. এয়াকুব আলী উপস্থিত ছিলেন।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দু সাহা, আইন ও শরিয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ড. মামুন, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. আব্দুল লতিফ, অধ্যাপক ড. তালুকদার লোকমান হাকিম, অধ্যাপক ড. গৌতম কুমার, অধ্যাপক ড. শরীফুল ইসলাম, ড. আব্দুল গফুর গাজী, ড. শাহাবুল আলম, ড. আব্দুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের বিভাগের শিক্ষকদের সৌহার্দ ও সম্প্রীতি আমাকে কাজ করতে অতিরিক্ত অনুপ্রেরণা যোগাবে। সবার সহযোগিতায় বিভাগকে আরও উন্নত করার চেষ্টা করবো।’

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা