মাদারীপুর জেলা ছাত্রলীগের সম্পাদকের বাড়িতে ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৮, ২১:৫০

মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানভীরের গ্রামের বাড়ি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়ায় শুক্রবার রাত তিনটার দিকে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানভীর জানান, প্রতিদিনের মতো বাড়ির লোকজন সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে মুখোশপরা ৮- ১০ জনের একদল ডাকাত প্রথমে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তিনটি আলমারীর তালা ভেঙে সেখান থেকে ৩১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১২ লক্ষ টাকা, সাতটি দামি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, এঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :