খালেদার বিষয়ে নির্দেশ অনুযায়ী ব্যবস্থা: ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২২:১৯ | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৮, ২০:১৯
হেলালুদ্দীন আহমদ। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভোটে আসার বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ইসি ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান হেলালুদ্দীন।

দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে তিনটি আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে হাইকোর্ট একটি রায়ে বলেছে, খালাস বা দণ্ড স্থগিত না হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে এক প্রশ্নের ইসি সচিব বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো মতামত নেই। আদালত যেভাবে সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন সেভাবেই ব্যবস্থা নেবে।’

জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার জনপ্রতিনিধিরা সংসদ নির্বাচনে আসতে চাইলে তাদের পদত্যাগ করতে হবে বলেও জানানো হয়। তবে সরকারি ব্যাংকের চেয়ারম্যানরা ভোটে দাঁড়াতে পারবেন। সচিব বলেন, ‘এটা কিন্তু নিয়মিত কোনো পদ নন। নিয়মিত কোনো লাভজনক পদ নয়।’

গাড়িতে সংসদ সদস্য লেখা স্টিকার ব্যবহার নয়

গাড়িতে স্টিকার লাগিয়ে কোনো কোনো সংসদ সদস্যের মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়ে ইসি সচিব বলেন, ‘এটা সম্পূর্ণ নিষিদ্ধ। রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যপারে আমাদের কাছে কেউ অভিযোগ করলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব।’

‘মন্ত্রীরাও গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন না। মনোনয়নপত্র দাখিল করার সময় স্বাভাবিকভাবে তার ব্যক্তিগত গাড়ি নিয়ে, পতাকা নামিয়ে যাবেন, নির্বাচনী কাজ করবেন। ’

ইসি সচিব জানান, শুধু দলীয় প্রধান নির্বাচনী কাজে হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। তবে সেখান থেকে লিফলেট বা প্রচার সামগ্রী ফেলা যাবে না।

ফেসবুকে প্রচারে বাধা নেই প্রতীক বরাদ্দের আগে কেউ সামাজিক মাধ্যমে প্রচার চালালে ইসির কিছুু করার নেই বলে জানান সচিব। তবে অপপ্রচার চালালে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এক প্রশ্নে বলেন, ‘আচরণ বিধিমালায় সামাজিক যোগাযোগ মাধ্যমটা ওভাবে আসেনি। প্রচার না, অপপ্রচার চালালে ব্যবস্থা নেয়া হবে। ’

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: উদ্ধার সহায়তায় বিজিবি

নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের 

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩

১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার বিচার শেষ না হওয়ার জন্য বিএনপি নেতারা দায়ী: ওবায়দুল কাদের

জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত

ধরে নিয়ে যাওয়া ১০ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

র‍্যাব সদস্যকে চাপা দিয়ে মারার ঘটনায় পিকআপ চালক গ্রেপ্তার

ছয় অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

এই বিভাগের সব খবর

শিরোনাম :