নালিতাবাড়ীতে চার ড্রেজার জব্দ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৪০

শেরপুরের নালিতাবাড়ীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের কাজে ব্যবহƒত পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে উপজেলার ভোগাই ও চেল্লাখালি রাবার ড্যাম এলাকার ৪টি স্থানে ওই অভিযান চালান নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন।

সূত্র জানায়, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বেশকিছু দিন ধরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় এবং নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন ওইসব এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে ৪টি স্থানে বসানো ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং পাইপ ধ্বংস করা হয়। অভিযানকালে নালিতাবাড়ী থানা পুলিশসহ ভূমি অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন বলেন, সরকারি স্বার্থ রক্ষায় প্রতিনিয়ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :