নৌকা রেখে ট্রাক নিয়ে মেতেছেন তারা

আরিফিন তুষার, বরিশাল ব্যুরো
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৮, ২১:৪৫

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আতিকুর রহমান। ‘ছোটদের প্রিয় জিয়াউর রহমান’ বইয়ের সম্পাদক হিসেবে তিনি এলাকায় বেশ পরিচিত। বিএনপি ঘরাণার রাজনীতির সঙ্গে জড়িত এই প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন স্থানীয় আওয়ামী লীগ একটি অংশের নেতাকর্মীরা।

এই আসনে নৌকা নিয়ে ভোট করছেন মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির শেখ টিপু সুলতান। আর লাঙ্গল নিয়ে মাঠে আছেন গোলাম কিবরিয়া টিপু। কিন্তু মহাজোট শরিকদের রেখে আওয়ামী লীগ নেতাকর্মীরা হাঁটছেন স্বতন্ত্র প্রার্থীর পিছু। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগে তৈরি হয়েছে অস্বস্তি। অসন্তোষ ছড়িয়েছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে।

বুধবার আতিকুর রহমানের ট্রাক প্রতীকের পক্ষে প্রচারে নেমেছিলেন মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান মিঠু খান। সঙ্গে ছিলেন মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি হিরণ হাওলাদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা।

এর আগে গত মঙ্গলবার বাবুগঞ্জের মাধবপাশা চন্দ্রদীপ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের নেতাকর্মীদের একটি অংশ আতিকের ট্রাক প্রতীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে ওই সভায় উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফা কামাল চিশতী, সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভলু, যুবলীগের সহ সভাপতি মাসুম রেজা, দেহেরগতি ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

ওদিকে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন স্বপন বুধবার তার অনুসারী-অনুগামী নেতাকর্মীদের নিয়ে ট্রাক প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের জনগণ আজ ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে: রিজভী

উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি-আ.লীগে অস্বস্তি, মাঠপর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত

প্রয়াত নেতা পিন্টুর কবর জিয়ারতে বিএনপি নেতারা

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে কমলাপুরে সিপিবির বিক্ষোভ

জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন: ফারুক

দেশের জনগণ আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

শাসকগোষ্ঠীর রক্তচক্ষুর কাছে গণমাধ্যম বারবার আত্মসমর্পন করেছে: বাংলাদেশ ন্যাপ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

কে এই মামুনুল হক? যেভাবে পান ব্যাপক পরিচিতি

হেফাজতের সাবেক নেতা মামুনুল হক কারামুক্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :