‘ওয়ান্ডার ওম্যান টু’-এর শুটিং শুরু শিগগিরই

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৫:১৭
অ- অ+

‘ওয়ান্ডার ওম্যান’ ছবিটির জন্য বিশ^ব্যাপী তুমুল জনপ্রিয় হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডট। ইসরাইলী এই সুন্দরী সম্প্রতি তার ভক্তদের জানালেন দারুণ এক সুখবর। খুব শিগগির শুরু হতে যাচ্ছে তার ‘ওয়ান্ডার ওম্যান’ ছবির সিক্যুয়েল ‘ওয়ান্ডার ওম্যান টু’-এর শুটিং। এতেও প্রধান চরিত্রে দেখা যাবে গ্যাডটকে।

গত ২৩ ডিসেম্বরে অভিনেত্রী গ্যাল গ্যাডট তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, খুব তাড়াতাড়ি ‘ওয়ান্ডার ওম্যান টু’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। শুটিংয়ের জন্য বানানো সেট থেকে তোলা কয়েকটি ছবিও তিনি শেয়ার করেন।

ছবিগুলোর ক্যাপশনে গ্যাডট লিখেন, ‘ওয়ান্ডার ওম্যান’-এর সিক্যুয়েল শুরু করতে যাচ্ছি আমরা। প্রথমটির শুটিংয়ের অভিজ্ঞতা ছিল অসাধারণ। দ্বিতীয় জার্নির অভিজ্ঞতা আরও বেশি অনন্য ও বিশেষ হবে বলে আশা করছি।’

‘ওয়ান্ডার ওম্যান’-এর শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে গ্যাডট বলেন, ‘এটা ভাষায় প্রকাশ করার মত নয়। তিনটি দেশের চারটি ভিন্ন ভিন্ন স্থানে আমরা শুটিং করেছিলাম। ছবিতে আমার চরিত্রটি মন থেকে ভালোবেসে ধারণ করেছিলাম। যাত্রাটা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সবার প্রচেষ্টায় দারুণ একটি ছবি দর্শকদের উপহার দিতে পেরেছিলাম।’

তিনি আরও বলেন, ‘সিনেমার এক হাজার ক্রু সদস্যের কাছে আমি কৃতজ্ঞ, যারা নিয়মিত সেটে উপস্থিত থেকে তাদের সর্বোচ্চটা দিয়েছিলেন।’ এছাড়া ‘ওয়ান্ডার ওম্যান’-এর পরিচালক প্যাটি জেনকিন্সকেও ধন্যবাদ জানান গ্যাডট।

ভক্তদের উদ্দেশ্যে অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেন, ‘আমি খুব খুশি এবং একই সঙ্গে এক্সসাইটেড। ২০২০ সালে সিক্যুয়েলটি মুক্তি পাবে। ভক্তদের সঙ্গে শেয়ার করার জন্য তাই অপেক্ষা করতে পারছিলাম না। ’

ঢাকা টাইমস/২৭ ডিসেম্বর/এসএস/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা