চাঁদপুরে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষে ছুরিকাহত ৩

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২৩:৫৬ | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০১৯, ২৩:৫২

চাঁদপুরে সদর উপজেলার ৪নং শহমাহম্মদপুর ইউনিয়নে যুবলীগ-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন ছুরিকাহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে ৩নং ওয়ার্ড কেতুয়া গ্রামের খাঁন বাড়ির সামনে একটি ক্লাবের ভেতর এ ঘটনা ঘটে।

ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি কালাম খাঁন জানান, একাদশ জাতীয় নির্বাচনে শাহমাহম্মদপুর ইউনিয়নের জাফর বাড়ি এলাকায় জোহড়া স্কুল কেন্দ্র পরিচালনা করার জন্য যুবলীগের নেতাদের খরচ বাবদ টাকা দেওয়া হয়। কেন্দ্রে টাকা খরচ হওয়ার পরে কিছু টাকা থেকে যায়। মঙ্গলবার রাতে সেই টাকা থেকে ২০০ টাকা ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েলকে দেওয়া হয়। টাকা কম দেওয়ায় তোফায়েল ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়।

তারা সাইফুল খাঁন (৩০),মাসুদ (২৮) ও বাবলু (৩০) কে পেটে ছুড়িকাঘাত করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক ফজলুর রহমান। তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঢাকাটাইমস/০১জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :