প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে যুবক আটক

মাদারীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০১৯, ১৮:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশ করায় মাদারীপুরের শিবচর উপজেলার নলগোড়া থেকে তানভীর হাসান মোহন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তানভীর হাসান রাজশাহীর বাঘা থানার তুলসীপুর গ্রামের মো. আবদুল মান্নানের ছেলে।

বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গ্রেপ্তার তানভীর ফেসবুকে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে আপলোড করে আসছিল। এছাড়া প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের নামে বিভিন্ন কুৎসামূলক বক্তব্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিকৃত ছবি, মানহানিকর বক্তব্য, সরকারবিরোধী বিভিন্ন তথ্য অপপ্রচার করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে এসব অপরাধের কথা স্বীকার করেছেন ওই যুবক।

অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। আটক তানভীরকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :