শরীয়তপুরে ভ্রাম্যমাণ আদালতে বাধা, ফাঁকা গুলি

শরীয়তপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৬

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে বাধা দেয়ায় ফাঁকা গুলি করেছে পুলিশ। বুধবার দুপুরে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের বড় শিধুলকুড়া গ্রামে এএমবি ইটের ভাটায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত নভেম্বরে উপজেলার বড় শিধুলকুড়া গ্রামে আইন অমান্য করে টিনের চুল্লি দিয়ে অবৈধভাবে এএমবি নামে একটি ইটের ভাটা প্রতিষ্ঠা করে শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম খোকন। গত সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ইটের ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। ইটের ভাটা করতে যা যা কাগজপত্র প্রয়োজন এর কোনোটাই না পাওয়ায়, মোবাইল কোর্টের মাধ্যমে ভাটাটির সব কার্যক্রম বন্ধ করে দেয়।

মোবাইল কোর্ট চলে যাওয়ার পর পুনরায় ইটের ভাটার কার্যক্রম চালিয়ে যান ভাটার মালিক। এমন সংবাদ শুনে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন পুলিশের সহযোগিতায় পুনরায় এএমবি ইটের ভাটায় যান। এ সময় মালিকপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ গুলি ছোড়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

ভাটার মালিক ও শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ভাটার মালিকের স্ত্রী, পুত্র, কন্যা, বিদ্যালয়ের শিক্ষার্থী ও ভাটার শ্রমিকরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে পুলিশ পাঁচ রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছোড়ে।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন বলেন, তিন ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটাটি করা হয়। তাদের কোনো লাইন্সেস নেই। ভাটায় মোবাইল কোর্ট নিয়ে গেলে মালিকপক্ষ আমাদের বাধা দেয় এবং হামলা চালায়। তখন আমরা তাদের ছত্রভঙ্গ করে দিই। পরে চুল্লিটি নষ্ট করে দিই। অন্যান্য মালামাল জব্দ করা হয়। আর ভাটার ম্যানেজার আলী হোসেন মাদবরকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :