সাদা পোশাকে তুলে নিয়ে ধরা দুই পুলিশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৬

গাজীপুরের কালিয়াকৈর থানা ও মির্জাপুর থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তিন যুবককে সাদা পোশাকে তুলে নিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।

বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সূত্রাপুর নামক এলাকার শিলাবৃষ্টি সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার ওই দুই কর্মকর্তাকে গাজীপুর ও টাঙ্গাইল পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়। তারা হলেন মির্জাপুর থানার পুুলিশ এএসআই মোশরাফিকুর রহমান ও কালিয়াকৈর থানার এএসআই আব্দুল্লাহ আল মামুন। আর ভুক্তভোগী তিন যুবককে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ‘আমি অপরাধ করেছি। আমাকে মাফ করে দিন। জীবনে আর কোন ভুল হবে না।’ তবে এএসআই মোশরাফিকুর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দেয়অ হলেও তিনি রিসিভ করেননি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন মজুমদার ও মির্জাপুর থানার ওসি মিজানুল ইসলাম জানান, ওই ঘটনায় দুই এএসআইকে ক্লোজড করা হয়েছে। আটককৃত যুবকদের বিকালে কালিয়াকৈর থানা থেকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :