বগুড়ায় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল হাতাহাতি

বগুড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩০ | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৪

বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের সময় বগুড়ায় হাতাহাতিতে জড়িয়েছে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের দুটি পক্ষ। শনিবার দুপুরে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে হাতাহাতিতে জড়ায় পক্ষ দুটি।

জানা যায়, দুর্নীতি মামলায় এক বছর ধরে কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল দেশব্যাপী বিক্ষোভ ডাকে দলটি। কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ডাকে দলটি।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান। আরও বক্তব্য দেন- মহিলা দলের সভাপতি লাভলী রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পিপুল, ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর।

বিক্ষোভ সমাবেশে পরস্পরবিরোধী বক্তব্য দেয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পিপুল এবং ছাত্রদলের সাবেক জেলা সভাপতি জাহাঙ্গীর। তাদের বক্তব্যের জেরে অনুষ্ঠান শেষে দলের কার্যালয়ের ভেতরে দুই পক্ষের কর্মীদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যস্থতায় মারামারি বন্ধ হয়।

জানতে চাইলে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল ঢাকা টাইমসকে বলেন, ‘অফিস থেকে আমি বের হয়ে আসার পর হাতাহাতির ঘটনা ঘটেছে।’

ঢাকা টাইমস/৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :