লেসথো স্টেট লাইব্রেরিতে হচ্ছে বাংলাদেশ পোয়েট্রি কর্নার

হাসান মাসুম, লেসথো
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৬

লেসথো স্টেট লাইব্রেরিতে শনিবার সকাল ১১টায় উদ্বোধন হতে চলেছে বাংলাদেশ পোয়েট্রি কর্নার।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লেসথো সরকারের সংস্কৃতি, পর্যটন ও পরিবেশবিষয়ক মন্ত্রী সেমানো সেকাটলে এবং সচিব মোনাপাডি মারাকা, লেসথো স্টেট লাইব্রেরির পরিচালক লেথিবেলানে।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার সাব্বির আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে আরো থাকবেন- লেসথো সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম সচিব নাকা রামোরাকানে, ইমিগ্রেশন বিভাগের পরিচালক সেপিসো মোসাসানে, ইউনেস্কো প্রতিনিধি মোটসুয়ানা, ইউএনএফপিএর লেসথো প্রতিনিধি নুজহাত এহসান।

অনুষ্ঠানে লেসথো ও বাংলাদেশের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক বিনিময়বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরবিষয়ক আলোচনা হতে চলেছে। এটি সরকারি পর্যায়ে বাংলদেশ ও লেসথোর মধ্যে প্রথম আনুষ্ঠানিক আলোচনা। এই অনুষ্ঠানের মাধ্যমে লেসথো ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হবে বলে আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :