ইতালিতে বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

ইতালিতে আইনি জটিলতা, ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যা ও ইতালীয়দের কাছে নিজেদের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক তথা অর্থনৈতিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন-বিমাসের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
প্রায় অর্ধশতাব্দী যাবৎ বাংলাদেশ কমিউনিটির গুণগত অবস্থান ও ইন্টিগ্রেশনের অগ্রগতি আরও বেগবান করতে সভায় সকলের সম্মতিতে সাবেক সভাপতি ড. মুক্তার হোসেনকে আহ্বায়ক ও উপস্থিত সকলকে সদস্য করে কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, ইতালিতে বাংলাদেশ কমিউনিটির পরিবর্তন এখন সময়ের দাবি। ইতালীয় সমাজে বাংলাদেশ কমিউনিটির সার্বিক উন্নয়ন ও মঙ্গলার্থে প্রয়োজনীয় সকল পদক্ষেপ বাস্তবায়নই হবে বিমাসের লক্ষ্য।
এসময় সভা থেকে আহ্বায়ক ড. মুক্তার হোসেন জানান, আগামী ত্রিশ দিনের মধ্যে সকলের আন্তরিক সহযোগিতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যা হবে বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন-বিমাসের তৃতীয় কার্যনির্বাহী পরিষদ।
(ঢাকা টাইমস/০২মে/এসএ)

মন্তব্য করুন