বাহরাইনে প্রবাসী মৃত্যুর সংখ্যা বাড়ছে, দূতাবাসের উদ্বেগ 

মো. স্বপন মজুমদার, বাহারাইন প্রতিনিধি
  প্রকাশিত : ০২ মে ২০২৪, ১৮:১২
অ- অ+

মধ্যপ্রাচ্যের অন্যতম দ্বীপ দেশ বাহরাইন, যেখানে রয়েছেন প্রায় ১ লাখ ৫০ হাজারের বেশি বাংলাদেশি। প্রবাসীরা বিভিন্ন পেশায় সুনামের সাথে চাকরি ও ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে দেশটিতে সম্প্রতি প্রবাসীদের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ দূতাবাসের চার্স দ্যা এফেয়ার্স একে এম মহিউদ্দিন কায়েস।

দূতাবাসের তথ্য মতে- গত বছর ৯৭ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেন। এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ৮২ জন, বাকিরা সড়ক দুর্ঘটনা, কর্মক্ষেত্রে ও করোনায় মৃত্যুবরণ করে।

বেশিরভাগ প্রবাসীরা স্বাস্থ্য সুরক্ষা ও সচেতন না হওয়ায় এবং পারিবারিক কলহের জেরে দিন দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বাহরাইনে অবস্থানরত প্রবাসীরা। কারণ প্রবাসীদের মধ্যে তুলনামূলক বেশীরভাগই রয়েছেন কনস্ট্রাকশন কাজের নির্মাণ শ্রমিক যারা মরুভূমির প্রচন্ড গরমে হাড়ভাংগা পরিশ্রম করে থাকে।

এছাড়া বিরূপ পরিবেশ, একরুমে গাদাগাদি করে থাকা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও খাবার না খাওয়া, অসুস্থ হলে সময়মতো চিকিৎসা না পাওয়া, অমানবিক জীবনযাপন করায় সে অত্যন্ত মানসিক চাপে থাকে। অন্যদিকে টাকার টেনশন, স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে একা থাকা; এসব কারণে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো ঘটনা বেশি ঘটছে বলে মনে করছেন চিকিৎসকরা।

এদিকে, প্রবাসীদের স্বাস্থ্য সেবা সুরক্ষা করতে দূতাবাস অনেক উদ্যোগ নিয়েছে, ফ্রি মেডিকেল, প্রতি মাসে ১০ জন প্রবাসীকে বিনা খরচে চিকিৎসা সেবা প্রদান করছেন।

(ঢাকাটাইমস/০২মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা