ডাকসু নির্বাচনে ভোটার না হয়েও প্রার্থিতা জমা

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটার তালিকায় নাম না থাকলেও সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন নিপু ইসলাম তন্বী নামে ছাত্রলীগের এক নেত্রী।

গত রবিবার ছাত্রলীগের ঘোষিত প্যানেলে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের এই সাবেক সভাপতিকে ডাকসু নির্বাচনের জন্য সদস্য মনোনীত করে ছাত্রলীগ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের ছাত্রী।

ছাত্রত্ব না থাকার কারণে আসন্ন ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার জন্য ১৯ ফেব্রুয়ারি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধীন সান্ধ্যকালীন কোর্স মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্টে ভর্তি হন। কিন্তু হলের সরবরাহকৃত ভোটার তালিকায় তার নাম নেই।

এ ব্যঅপারে জানতে চাইলে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক এস এম মাহফুজুর রহমান ঢাকাটাইমসকে বলেন,‘ভোটার তালিকায় যদি কারো নাম না থাকে তাহলে সে নির্বাচনে অংশ নিতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় নাম না থাকলে কোনো শিক্ষার্থী নির্বাচনে প্রার্থী হতে পারবে না। সেই হিসাবে মনোনয়ন নেয়ার প্রশ্নই আসে না।’

নিপু ইসলাম তন্বী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে ঢাকাটাইমসকে নিশ্চিত করেন। তিনি জানান, মনোনয়নপত্র হল অফিসে জমা দিয়েছেন। তবে ভোটার নম্বর জানাতে পারছেন না। তার দাবি, তিনি ব্যাংকিং বিভাগে ভর্তি হয়েছেন এবং তার নাম হলের নোটিশ বোর্ডে আছে, কিন্তু ওয়েবসাইটে নেই।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সুপ্রিয়া সাহার কাছে নিপু ইসলাম তন্বীর ভোটার না হওয়া এবং মনোনয়নপত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এই নিয়ম সম্পর্কে অবগত না। এই বিষয়ে কিছুই জানি না।’ এই নিয়ম কোথায় আছে তা তিনি জানতে চান এই প্রতিবেদকের কাছে।

ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ঢাকাটাইমসকে বলেন, ‘যাদের ভোটার তালিকায় নাম নেই তারা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। যদি পরবর্তীতে সম্পূরক তালিকায় তাদের নাম থাকে তবে তারা শুধু ভোট দিতে পারবেন।’

তন্বীর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘মনোনয়নপত্র নেয়ার কোনো সুযোগ নেই। আর নিলেও সেটা গৃহীত হবে না।’

ডাকসু নির্বাচন কমিশন আগামী ৫ মার্চ সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ৩ মার্চ।

তন্বীর প্রার্থিতার বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘ভোটার না হলে তিনি তো ফর্ম নিতে পারবেন না। সেটা তো আমরাও জানি। তন্বীকে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু তার এই সমস্যা সম্পর্কে আমরা জানতাম না।’

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ইরার বিষয়টি আমাদের জানানো হয়েছে, তাই আমরা তার জায়গায় নতুন কাউকে দিয়েছি। কিন্তু তন্বীর বিষয়টা আমরা জানতাম না। তবে, এই বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নেব।’

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বিবিএ পড়াকালেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে ভর্তির সুযোগ পাবেন ঢাবি শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে নজরুল জয়ন্তী

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার বিকল্প নেই : হাবিপ্রবি উপাচার্য

ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জীবনের শেষ একাডেমিক পরীক্ষায় তৃতীয় জবির সেই অবন্তিকা

স্বপ্নিলকে স্থায়ী বহিষ্কারের দাবিতে কুবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

‘মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে বাংলাদেশ বলীয়ান’

প্রাথমিক শিক্ষায় বড় অর্জন, ২৯ শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক

বেরোবিতে মাদক সেবন অবস্থায় ৪ শিক্ষার্থী আটক 

শীর্ষ ৮ পদে পরিবর্তন আনছে চবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :