জয়পুরহাটে খুনের দায়ে চারজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩২ | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৪

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের বাসিন্দা দুলাল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজের বিচারক বেগম মমতাজ পারভীন এই আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের আনিছুর রহমান, শাবলু খান, রমজান আলী ও সোহেল রানা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ এপ্রিল ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের নিজ বাড়িতে মোতালেব তালুকদারের ছেলে দুলাল তালুকদারকে তার নিজ বাড়িতে গলা কেটে হত্যা করে দণ্ডিতরা। সেদিনই নিহতের বড় ভাই জাহাঙ্গীর তালুকদার বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। অন্যদিকে আসামিদের পক্ষের আইনজীবী ছিলেন এ ই এম খলিলুর রহমান।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :