৩০০ পেরিয়ে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০১৯, ০৮:৩২

টম ল্যাথামের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৩০০ পেরিয়ে নিউজিল্যান্ড। ইতিমধ্যে ব্যক্তিগত ১৫০ ‍তুলে নিলেন বাঁহাতি এই ওপেনার। তার ব্যাটে চড়ে বিশাল সংগ্রহের পথে নিউজিল্যান্ড। ১৫৫ রান নিয়ে এখনো অপরাজিত আছেন ল্যাথাম। ২৬ রানে তাকে সঙ্গ দিচ্ছেন কেন উইলিয়ামসন। ১ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ৩১৯ রান। ৮৫ রানে এগিয়ে আছে কিউইরা।

এরআগে ওপেনার জিত রাভালকে ফিরিয়ে ২৫৪ রানের ওপেনিং জুটি ভাঙেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফেরার আগে ২২০ বলে ১৯ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৩২ রানের ইনিংস খেলেন রাভাল।

দুই ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম দুই সেশনে দুই ওপেনারকে কোনো পরীক্ষায় ফেলতে পারেননি বাংলাদেশি বোলাররা। যার কারণে ম্যাচের নিয়ন্ত্রণটাও চলে যায় স্বাগতিকদের হাতে।

শুক্রবার দিনের লাঞ্চ বিরতির মধ্যেই সেঞ্চুরি তুলে নেন দুই ওপেনার। নিজের ১৭তম টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন রাভাল। আর ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন ল্যাথাম।

এরআগে গতকাল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৩৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে বিনা উইকেটে ৮৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে নিউজিল্যান্ড।

(ঢাকাটাইমস/১ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :