গফরগাঁওয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বাদল-রেশমা

ময়মনসিংহ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৯, ২২:০৬

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আওয়ামী লীগের দুই প্রার্থী যথাক্রমে আশরাফ উদ্দিন বাদল ও রেশমা আক্তার।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুন নাহার ভূইয়া জানান, ‘সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে আশরাফ উদ্দিন বাদল ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে রেশমা আক্তার মনোনয়নপত্র জমা দেন। তারা পদ দুটিতে একমাত্র প্রার্থী। তবে ভাইস চেয়ারম্যান পদে আতাউর রহমান, এস এম শফিক উদ্দিন, শফিকুর রহমান ও রাসেল বক্স মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন বাদল ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রেশমা আক্তার টিকে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।’

এ উপজেলায় আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৪ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে।

(ঢাকাটাইমস/৪মার্চ/এলএ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :