মা-ছেলে হত্যা মামলায় বাদীর আংশিক জেরা

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৯, ০০:১৩

রাজধানীর কাকরাইলে মা শামসুন্নাহার করিম ও ছেলে শাওন হত্যা মামলার বাদী আশরাফ আলীর সাক্ষ্যগ্রহণের পর আংশিক জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। আগামী ৪ এপ্রিল অবশিষ্ট জেরা এবং অন্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার ও তার ছেলে শাওনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন রাতে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী তিনজনের নাম উল্লেখ করে ও কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন।

আসামিরা হলেন- নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী মডেল শারমিন আক্তার মুক্তা ও মুক্তার ভাই আল-আমিন জনি।

মামলার পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা করিম ও মুক্তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং গোপালগঞ্জ থেকে মূল আসামি জনিকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মুক্তা ও জনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত বছরের ১৬ জুলাই ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আলী হোসেন। গত ৩১ জানুয়ারি তিনজনের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালতে আশরাফ আলীর সাক্ষ্যগ্রহণের পর তাকে আংশিক জেরা করেন আসামি মুক্তার আইনজীবী নূর হোসেন ও জনির আইনজীবী আবুল কালাম আজাদ।

আসামিপক্ষ মুক্তা ও জনির জামিনের আবেদন ও শুনানি করলেও আদালত তা নাকচ করে দেন।

(ঢাকাটাইমস/০৮মার্চ/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

এই বিভাগের সব খবর

শিরোনাম :