ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ, সাতজনের জরিমানা

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৯, ১৮:৫৮

ভোটকেন্দ্রে প্রভাব ও উত্তেজনা সৃষ্টির অপরাধে রবিবার দুপুরে নীলফামারীর দুইটি কেন্দ্রে সাতজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ছাড়ারপাড় বিদ্যালয় এবং কচুকাটা দোনদরি দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মাহবুব হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সৈয়দ আলী, শাহিন, আব্দুল লতিফ, আমিনুর রহমান, বাবুল হোসেন, আপন কুমার ও ইসমাইল হোসেন।

নির্বাহী হাকিম মাহবুব হোসেন জানান, ‘ছাড়ারপাড় কেন্দ্রে দণ্ডিতরা প্রভাব বিস্তার করার চেষ্টা করছিলেন এমন অভিযোগে তাদের প্রত্যেককে ১২ হাজার ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া কচুকাটায় উত্তেজনা সৃষ্টির অভিযোগে তিনজনের প্রত্যেককে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়।’

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাড়ারপাড়ে দণ্ডিতদের মধ্যে সৈয়দ আলী জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয় এবং বাকি তিনজন পুলিশ হেফাজতে রয়েছে। টাকা পরিশোধ করা মাত্রা ছাড়া পাবে তারা।’

(ঢাকাটাইমস/১০মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :