দুই যুগ পর বিএনপির হাতছাড়া সুনামগঞ্জ সদর উপজেলা

সুনামগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০১৯, ০৯:৪৫| আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৯:৪৭
অ- অ+
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি প্রায় দুই যুগ ধরে বিএনপির দখলে। উপজেলা পদ্ধতি চালুর পর গত চারটি নির্বাচনে বিএনপি প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন চেয়ারম্যান নির্বাচিত হন। তবে এবারের নির্বাচনে বিএনপি ভোট বর্জন করায় তিনি প্রার্থী হননি। এতে উপজেলাটি দীর্ঘদিন পর বিএনপির হাতছাড়া হলো।

গত ১০ মার্চের নির্বাচনে এই উপজেলায় প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী খায়রুল হুদা চপল। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনীষ কান্তি দে মিন্টুকে বিপুল ভোটে তিনি পরাজিত করেন।

সদর উপজেলা পরিষদের প্রধান আসনটি দুই যুগ পর বিএনপিমুক্ত হওয়ায় আনন্দে ভাসছেন এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিজয়ের প্রতিক্রিয়ায় খায়রুল হুদা চপল বলেন, ‘এই বিজয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনার। এ বিজয় সদর উপজেলার জনতার।’

সদর উপজেলা পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

(ঢাকাটাইমস/১২মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা