নিজেদের পরিচয় জানেন না দত্তক পাওয়া শ্রীলঙ্কান শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৯, ১৪:১৮

বছর তিরিশের ওলিভিয়া রাম্য ট্যানার শ্রীলঙ্কায় যান জন্মদাত্রী মায়ের খোঁজে৷ কিন্তু সেখানে পৌঁছে জানতে পারেন, এতদিন নিজের পরিচয় সম্পর্কে তিনি যা যা জানতেন তার সবটাই মিথ্যা৷

শুধু ট্যানারই নন, এমন মিথ্যার শিকার হয়েছেন কয়েকশ’ মানুষ৷ ১৯৭০ থেকে ১৯৯০ এর দশক পর্যন্ত তৃতীয় বিশ্বের দেশগুলি, বিশেষ করে শ্রীলঙ্কা থেকে আনুমানিক ১১ হাজার শিশু দত্তক নেন আমেরিকা, কানাডা ও ইউরোপের মানুষ৷ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই বাবা-মায়েরা জানতেন না যে এই দত্তক নেওয়া সম্পূর্ণভাবে অবৈধ৷ ট্যানারের সুইস বাবা-মা তাদের অন্যতম৷

সম্প্রতি এক ডাচ টেলিভিশন অনুষ্ঠানে জানা যায়, ১৯৭০ থেকে ১৯৯০ সালের মধ্যে যে ৭৫০টি শিশুকে শ্রীলঙ্কা থেকে সুইস বাবা-মায়েরা দত্তক নিয়েছিলেন, তার মোট ৭০ শতাংশ শিশুর দত্তকই ছিল বেআইনি৷ খবর ডয়চে ভেলের।

সত্তরের দশকে রাজনৈতিক অস্থিরতার ফলে শ্রীলঙ্কা থেকে শিশু দত্তক নেওয়া এক ধরনের ‘ট্রেন্ড’ হয়ে ওঠে৷ ফলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে ‘শিশু রপ্তানি’ ব্যবসা৷ নানা অনাথ আশ্রম, এনজিও ও হাসপাতালে চলতে থাকে এই কাজ৷ শুধু তাই নয়, যে সমস্ত মায়েরা নবজাতকের পরিচর্যা করতে অক্ষম, তাদের কেন্দ্র করেও বাড়তে থাকে এই ব্যবসা৷

বিবাহবহির্ভূত সম্পর্কের সঙ্গে জড়িত সামাজিক লজ্জা বা অর্থনৈতিক দুর্বলতার মতো কারণ থাকায় বেআইনিভাবে দত্তক নেওয়া বা তার জন্য শিশু পাওয়া খুব একটা কঠিন বিষয় ছিল না তখন৷ তাই সহজেই এই চক্রের ফাঁদে পড়েন ট্যানারের বাবা-মায়ের মতো আরও অনেকে৷

ডাচ টেলিভিশন প্রতিবেদন প্রকাশ হবার পর অবশ্য সুইস সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে অনুসন্ধান পর্ব৷ আশা করা যাচ্ছে, আগামী বছরের মধ্যেই এই বিষয়ে আরো তথ্য জানা যাবে৷ ট্যানার জানান, এই বেআইনি দত্তক প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন শ্রীলঙ্কার বেশ কিছু ক্ষমতাশালী ব্যক্তিও৷

তৎকালীন সুইজারল্যান্ড ও শ্রীলঙ্কার বৃহত্তম দত্তক পরিষেবার সঙ্গে যুক্ত অ্যালিস হোনেগারের এই বেআইনি কার্যকলাপে সম্পৃক্ততা এক সময় সুইস সরকার জানতে পারলে তার লাইসেন্স বাতিল করা হয়৷

সেন্ট গালেনের পরিবার পরিষেবা দপ্তরের পক্ষে প্রকাশিত সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকে জানা গেছে, অনেকক্ষেত্রেই কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত ছিলেন৷ কিন্তু এতে কোনো ফল হয়নি৷

সেই সময় এই দত্তকপ্রক্রিয়াকে দেখা হত এক ধরনের সমাজসেবা হিসাবে৷ সাধারণত যেসব শিশুরা হয়ত স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হত, তাদের উন্নত ভবিষ্যতের সুযোগ করে দিয়েছে এই প্রক্রিয়া৷ এমনটাই মনে করেন ট্যানারের অবৈধ দত্তকের সঙ্গে জড়িত ডন ডা সিলভা, একথা জানিয়েছেন ট্যানার নিজেই৷

সেন্ট গালেনের পরিবার পরিষেবা দপ্তরের কর্মী এলিজাবেথ ফ্রোলিচ বলেন, ‘সেই সময় সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় নিষেধাজ্ঞা দেওয়া হয়নি৷ তাই সবাই দায়িত্ব এড়িয়ে গেছে৷’

বর্তমান ইউরোপে ট্যানারের মতো এমন অনেক মানুষ রয়েছেন, যারা এখনও খুঁজছেন তাদের পরিচয়৷ শুধু তাই নয়, ট্যানারের মতে, এমন অনেক মায়েরাও রয়েছেন শ্রীলঙ্কায়, যারা ক্রমাগত খুঁজে চলেছেন তাদের হারিয়ে যাওয়া শিশুদের৷

ঢাকা টাইমস/১৪মার্চ/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ট্রাম্পের বিচার হবে কি না? প্রশ্নে বিভক্ত মার্কিন সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীর ৯ মাসের জেল

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের নতুন প্রস্তাব ইসরায়েলের

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৫৫ 

ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :