স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, আদালতে দুর্নীতির অভিযোগে তার স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে তদন্ত শুরু করার পরে তিনি পদত্যাগের সম্ভাবনা নিয়ে ভাবছেন। একই সঙ্গে আগামী সোমবার পর্যন্ত তার সরকারি সূচি বাতিল করছেন এবং দায়িত্বপালন থেকে বিরত থাকবেন বলেও ঘোষণা করেছেন।
বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা একটি চিঠিতে সানচেজ লিখেছেন, ‘আমাকে বিরতি দিতে হবে এবং ভাবতে হবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য... আমার কি সরকারের নেতৃত্ব দেওয়া চালিয়ে যাওয়া উচিত নাকি এই সম্মান ত্যাগ করা উচিত।’
তিনি আরও বলেছেন, ‘তার স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিথ্যা হলেও তিনি সোমবার পর্যন্ত তার সরকারি সূচি বাতিল করছেন এবং একইদিন তিনি তার রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবেন।
এর আগে মাদ্রিদের একটি আদালত বলেছিল, দুর্নীতিবিরোধী গোষ্ঠী মানস লিম্পিয়াস (ক্লিন হ্যান্ডস) এর একটি অভিযোগের ভিত্তিতে বেগোনা গোমেজের বিরুদ্ধে প্রভাব বিস্তার এবং দুর্নীতির অভিযোগের জন্য তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে আরও কোনো তথ্য প্রদান করেনি আদালত এবং বলেছে, তদন্তটি গোপনে চলছে।
স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম এল কনফিডেনশিয়াল বলেছে, ৪৯ বছর বয়সি বেগোনা গোমেজ দেশটির সরকারি কোনো পদে অধিষ্ঠিত না থাকলেও নিজের অবস্থানকে ব্যবহার করে ব্যবসায়িক বিভিন্ন চুক্তিকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সংবাদমাধ্যমটি বলেছে, তদন্তকারীরা সরকারি তহবিল পেয়েছে বা চুক্তি জিতেছে এমন বেশ কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে গোমেজের সম্পর্ক পেয়েছে। এর মধ্যে এয়ার ইউরোপার মালিকানাধীন স্প্যানিশ পর্যটন গ্রুপ গ্লোবালিয়ার সঙ্গে গোমেজের কথিত সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। সংস্থাটি করোনা মহামারির সময়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছিল এবং সরকারের কাছ থেকে বড় অঙ্কের সহায়তা পেয়েছিল।
এদিকে এই খবরে স্পেনের ডানপন্থি বিরোধী পপুলার পার্টি (পিপি) ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে, যারা গোমেজের কথিত ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে কয়েক মাস ধরে সানচেজকে হেনস্তা করেছে।
কিন্তু সানচেজ তার চিঠিতে বলেছিলেন, অবিস্তৃত তথ্যের ওপর ভিত্তি করে উগ্র ডানপন্থি বিরোধী ও রক্ষণশীলদের সমর্থনে তার স্ত্রীর বিরুদ্ধে ‘হয়রানির’ প্রচারণা চালাচ্ছে অতি রক্ষণশীল মিডিয়াগুলো।
তিনি বলেন, ‘আমি নির্বোধ নই। আমি সচেতন যে তারা বেগোনার বিরুদ্ধে অভিযোগ আনছে, এর জন্য নয় যে সে অবৈধ কিছু করেছে, আসল কারণ এই যে সে আমার স্ত্রী।’
সূত্র: এএফপি/এনডিটিভি
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এমআর)

মন্তব্য করুন