পুণ্যসেবায় শেষ হলো সাধুসঙ্গ, চলছে উৎসব

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০১৯, ১৭:৫৪
অ- অ+

ভক্ত-অনুরক্তদের সাধুসঙ্গের মধ্য দিয়ে শেষ হলো ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসব। তবে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় স্মরণোসব চলবে আরো একদিন।

বাউলের চারণভূমিতে আসা হাজার হাজার লালন-ভক্ত, সাধু-গুরু কর্তৃপক্ষের দেয়া বৃহস্পতিবার সকালের অধিবাসে পায়েশ ও মুড়ির বাল্যসেবা নেন।

দুপুরে তারা মরা কালীগঙ্গায় গোসল সেরে ইলিশ মাছ-ভাত ও ত্রিব্যঞ্জন দিয়ে (তিন ধরনের সবজি দিয়ে তৈরি তরকারি) দুপুরের খাবার পুণ্যসেবা গ্রহণ করেন।

বৃহস্পতিবার দুপুর ১টা। লালন একাডেমির প্রধান ফটক তখন বন্ধ। ভেতরে সারিতে বসে কলাপাতা সামনে নিয়ে হাজার হাজার সাধু ফকিরের অপেক্ষা। সবাই খাবার পাবার পর বিশেষ আওয়াজ দিয়ে জানিয়ে দেয়া হলো বিতরণ শেষ। এবার খাওয়া শুরু হলো একযোগে। ইলিশ মাছ, ভাত ও সবজি দিয়ে প্রায় পাঁচ হাজার বাউল, সাধু-ফকির পুণ্যসেবা গ্রহণ করেন। এছাড়াও দই মিষ্টি খাওয়ানো হয়। দাওয়াত ছাড়াই মানুষ ছুটে আসেন দলে দলে, হাজারে হাজারে।

কুষ্টিয়া লালন মাজারের খাদের ফকির মহাম্মদ আলী জানান, ‘সকালে বাল্যসেবা, দুপুরে পুণ্যসেবার মধ্যদিয়ে সাধুদের মূল সাধু সঙ্গ শেষ হয়েছে। কিছু কিছু সাধুরা চলে যাবেন। আবার কেউ কেউ থেকে যাবেন কাল পর্যন্ত। আবার সাধুদের দেখা যাবে সাঁইজীর তিরোধান দিবসে।’

(ঢাকাটাইমস/২১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা