বাঘাইছড়ি হত্যাকাণ্ড: নিহত চার আনসার পরিবারকে সহায়তা

রাঙামাটি প্রতিনিধি,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০১৯, ১৬:৩৪

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সহিংতার ঘটনায় নিহত আনসারের চার সদস্যের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে সংস্থাটির রাঙ্গামাটি জেলা কার্যালয়ে নিহতদের পরিবারের স্বজনদের হাতে এক লাখ টাকা করে তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক সামছুল আলম।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ডার আব্দুল আউয়ালসহ রাঙ্গামাটি আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক সামছুল আলম বলেন, ‘প্রতি পরিবারকে বাহিনীর পক্ষ থেকে প্রাপ্ত পাঁচ লাখ টাকার মধ্যে এক লাখ টাকা করে প্রদান করা হয়েছে।’

এছাড়া নিহতের পরিবারের পাশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে বাঘাইছড়িতে ফিরছিলেন কংলাক, রুইলুই, মাচালং ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করা নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের গাড়ি বহর দিঘিনালা-বাঘাইছড়ি সড়কের নয় কিলো এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি ব্রাশফায়ার করে। এতে ছয়জন নিহত ও চট্টগ্রাম নেয়ার পথে একজন নিহত হন। এছাড়া আহত হন আরো ১৭ জন। এদের চট্টগ্রাম ও ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :