ভারতীয় টিভি চ্যানেল বন্ধ হচ্ছে দেশে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৯, ১৬:২০
অ- অ+

ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ হতে চলছে। এরইমধ্যে সোমবার রাত থেকে জি নেটওয়ার্ক গ্রুপের সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচারের কারণে তথ্য মন্ত্রনালয় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

২০১৭ সালের ২ জানুয়ারি মন্ত্রনালয় এই নিষেধাজ্ঞা দিলেও ২০১৯ এর এপ্রিলে এসে সিদ্ধান্তটি কার্যকর হলো। এদিকে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তির প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে।

বিদেশি টিভিতে বাংলাদেশী বিজ্ঞাপন সম্প্রচার করার কারণে দেশীয় টিভি চ্যানেলগুলো ক্ষতির সম্মুখিন হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে সেগুলোতে দেশীয় পণ্যের বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলেন দেশের নির্মাতারা।

বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধে সম্প্রতি বেশ কয়েকবার হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপর দেওয়া বন্ধ না করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। এরইমধ্যে বিদেশি টিভি চ্যানেল বন্ধের খবর এলো।

ভারতীয় বিভিন্ন চ্যানেল বাংলাদেশে দেখানো হলেও ভারতে বাংলাদেশের কোনো চ্যানেল দেখানো হয় না। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতীয় চ্যানেলের ‘অবাধ সম্প্রচারের’কারণে দেশের টিভি চ্যানেলগুলো দর্শক হারাচ্ছে।

আর ভারতীয় চ্যানেলগুলোর প্রচারিত অনুষ্ঠানে দেশ হারাচ্ছে নিজস্ব সংস্কৃতি। এতে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের মধ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। ভারতীয় চ্যানেলে প্রচারিত সিরিয়ালের বিভিন্ন নারী চরিত্রের পরিধেয় পোশাকের জন্য ‍আত্মহত্যার ঘটনাও ঘটেছে দেশে। এমনকি কাজের বুয়ারাও এসব চ্যানেল দেখতে না দিলে কাজ করতে চায় না বলে অভিযোগ রয়েছে।

ঢাকাটাইমস/০২এপ্রিল/ডিএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা