সাতক্ষীরায় পিটুনিতে আহত যুবলীগ নেতার মৃত্যু

সাতক্ষীরা প্রতিবেদক
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৯, ১২:৫১

গত ১ এপ্রিল জেল থেকে বাড়ি ফেরার দিনে মিষ্টি খাওয়ার কথা বলে প্রতিবেশী ও স্বজনরা ডেকে নিয়ে গিয়েছিল যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম সানাকে। পরে তারাই তাকে পিটিয়ে আহত করে। এই ঘটনার চারদিন পর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তৌহিদ।

নিহত তৌহিদ সানা আশাশুনির বড়দল গ্রামের মৃত সিদ্দিক সানার ছেলে। তাকে হত্যার ঘটনায় তার বোন রিনা রহমান ছয়জনকে আসামি করে মামলা করেছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, তৌহিদ সানা ২২টি মাদক মামলার আসামি। হস্পতিবার রাতে খুলনার হাসপাতাল থেকে তার লাশ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। পরে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিন মাস আগে মাদকের মামলায় তৌহিদ সানাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১ এপ্রিল জামিনে জেল থেকে ছাড়া পান তিনি।

পারিবারের সঙ্গে কথা বলে জানা যায়, জেল থেকে বাড়ি ফিরে তৌহিদ বড়দল বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় তার প্রতিবেশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবু সন্ধ্যার দিকে তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়।

কিছুক্ষণ পর নাহিদ তার সহযোগী কাজল সানা, আইউব আলী মালি , টুটুল সানা ও ইয়াসিন সরদারকে তৌহিদের ওপর হামলা করে। তারা তাকে লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে বেপরোয়াভাবে পেটায়। জীবন বাঁচাতে তৌহিদ দৌড়ে স্থানীয় চেয়ারম্যান আবদুল আলিমের বাড়িতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে তাকে চিকিৎসার জন্য দ্রুত নিয়ে যাওয়া হয় খুলনার বেসরকবারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

তার পারিবারিক সূত্র আরও জানায়, তৌহিদ স্থানীয় মাদকসেবীদের পুলিশে ধরিয়ে দিয়েছিল। এ কারণে তাদের অনেক টাকা খরচ হয়েছে এবং সেই টাকা ফেরত দেয়ার দাবি করে। তারই জেরে ক্ষিপ্ত হয়ে তৌহিদকে পিটিয়ে হত্যা করেছে।

ঢাকাটাইমস/৫এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :