চার আইনজীবীর গাড়ি ডাকাতিতে ছয় ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০১৯, ১৯:৫৩
ফাইল ছবি

চার আইনজীবীর কাছ থেকে গাড়ি ও নগদ অর্থসহ মালামাল লুণ্ঠনের দায়ে ছয় ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডিত ছয় ডাকাত হলেন- নুর আলম, মো. নজরুল ইসলাম তুহিন, মো. মান্নান, খোকন চন্দ্র বিশ্বাস, মো. কামাল মুন্সি ও মো. শফিকুল ইসলাম সজল।

বুধবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ ড. শেখ গোলাম মাহবুবের আদালত ডাকাতির মামলায় এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় গ্রেপ্তারকৃত আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ১৩ মার্চ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের পর রাতভর ভোট গণনা হয়। সেখানে থাকা আইনজীবী গোলাম কিবরিয়া ১৪ মার্চ ভোর সোয়া ৪টার দিকে তার জুনিয়র তিন আইনজীবী রাফিয়া আক্তার পল্লবী, কামরুন্নাহার সীমা ও আজমিনা বেগম মনিকে বাসায় পৌঁছে দিতে ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে গুলশান নিকেতনের উদ্দেশ্যে রওনা হন। ভোর সাড়ে চারটার দিকে তৎকালীন তেজগাঁও থানার মধ্যকুনিপাড়ার হাতিরঝিলে মুক্তিযোদ্ধা ওসমান গনি কাঞ্চনের বাসার পূর্বপাশে ২নং লেনের পাকা রাস্তার ওপর পৌঁছালে পেছন থেকে আসা একটি কালো গাড়ি তাদের গাড়িটি ব্যারিকেড দিয়ে দাঁড়ায়। ওই গাড়ি থেকে তিনজন অস্ত্রধারী গাড়ি থেকে নামতে বলেন। গাড়ি থেকে না নামায় তাদের একজন আইনজীবী গোলাম কিবরিয়াকে উদ্দেশ্য করে গুলি করেন। তিনি সরে যাওয়ায় গুলি গাড়ির দরজার গ্লাসে লাগে।

তখন অস্ত্রধারীরা গোলাম কিবরীয়াসহ অন্যদের গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে সঙ্গে থাকা স্বর্ণের চেন, ব্রেসলেট, মোবাইল, হ্যান্ডব্যাগ ও নগদ টাকা এবং গোলাম কিবরিয়ার প্রাইভেটকার নিয়ে বাড্ডার দিকে দ্রুতগতিতে চলে যান। গাড়িটিসহ লুণ্ঠিত মালামালের মূল্য ছিল ২০ লাখ ৯৪ হাজার টাকা।

ওই ঘটনায় আইনজীবী গোলাম কিবরিয়া তেজগাঁও শিল্পনগর থানায় ডাকাতির মামলাটি করেন। তদন্ত শেষে একই বছরের ৮ জুলাই ডিএমপির গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের পরিদর্শক মাহবুব উর রশিদ আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০১৪ সালের ২৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরু হয়। ১৫ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/জেডআর/এআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :