বাড়ির পথে নিথর নুসরাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৮:৩৯ | প্রকাশিত : ১১ এপ্রিল ২০১৯, ১৩:৫১

একমাত্র মেয়ের পদচারণায় যে বাড়িটি ছিল আনন্দের, সেই বাড়ি এখন মহাশোকের। নির্বাক মা আর বোন হারিয়ে পাগলপ্রায় ভাই বাড়ি ফিরছেন নুসরাতকে নিয়ে। তবে এই নুসরাত আর কোনোদিন সাড়া দেবেন না। পাষণ্ডদের আগুনে টানা পাঁচদিন লড়াই করে হার মেনেছেন মেয়েটি। শেষবারের মতো বাড়ি ফিরছেন নিথর নুসরাত।

ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি অধ্যক্ষের যৌন নিপীড়নের প্রতিবাদ করেছিলেন। আর তাই তাকে পুড়িয়ে মারা হলো আগুনে। ঝলসে যাওয়া শরীরের ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে বুধবার রাতে মত্যু হয়েছে নুসরাতের।

বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে দুপুর বারোটার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নুসরাতের বাবা জানিয়েছেন, সোনাগাজীতে নেওয়া হবে মেয়ের মরদেহ। আসরের নামাজের পর তার নামাজে জানাজা হবে সোনাগাজী সাবরে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে নুসরাতকে।

সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত এ বছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ‘শ্লীলতাহানির’অভিযোগ এনে গত মার্চে সোনাগাজী থানায় একটি মামলা করে নুসরাতের পরিবার।

সেই মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষের অনুসারীরা গত শনিবার পরীক্ষার কেন্দ্র থেকে কৌশলে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। শনিবার রাতেই ঢামেক হাসপাতালের ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গতকাল রাতে তার মৃত্যু হয়।

শরীরে ৮০ ভাগ পুড়ে যাওয়া নুসরাতকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। নুসরাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ গ্রেপ্তার হয়েছে নয়জন। পলাতক ৫ জন।

এ ঘটনায় বুধবার সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করা হয়। আর মামলাটির তদন্তভার দেওয়া হয় পিবিআইকে।

এদিকে বুধবার আটক হওয়া মাদরাসা অধ্যক্ষের ভাগ্নি ও নুসরাতের সহপাঠী উম্মে সুলতানা পপি ও এজাহারভুক্ত আসামি জোবায়েরের রিমান্ড আবেদনের শুনানি হবে আজ।

ঢাকাটাইমস/১১এপ্রিল/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :