পতেঙ্গায় বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বৈমানিক আসিম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৪, ১৬:১০| আপডেট : ০৯ মে ২০২৪, ১৮:২৫
অ- অ+

চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে গুরুতর আহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে বাঁচানো যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন তিনি। আজ সকালে কর্ণফুলী নদীতে বিমানটি বিধ্বস্ত হয়েছিল।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীরুল ইসলাম দুপুরে গণমাধ্যমে আসিমের মৃত্যুর বিষয়টি জানান। তবে বিকাল চারটা পর্যন্ত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানটিতে দুইজন বৈমানিক ছিলেন। বিধ্বস্ত হওয়ার পরপর তারা প্যারাস্যুট দিয়ে নিচে নেমে আসেন। এসময় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আসিম মারা যান। আহত অপর উইং কমান্ডার সুহান জহুরুল হক ঘাঁটির মেডিকেল স্কোয়ার্ডনে চিকিৎসাধীন আছেন। বিধ্বস্ত বিমানের খোঁজে সরকারি বিভিন্ন সংস্থা কর্ণফুলী নদীতে তল্লাশি চালাচ্ছে।

পতেঙ্গা থানার ওসি কবীরুল ইসলাম বলেন, প্রশিক্ষণ বিমানে আগুন লাগার পর দুজন বৈমানিক প্যারাস্যুট দিয়ে নেমে আসেন। কর্ণফুলী নদী থেকে তাদের উদ্ধার করে বিএনএস পতেঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর বেলা ১১টা ৪৫ মিনিটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় জানিয়েছিল, ‘বাংলাদেশ বিমানবাহিনীর ‘ওয়াইএকে ১৩০’ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে। বিমানের দুইজন পাইলটকে উদ্ধার করা হয়েছে।’

(ঢাকাটাইমস/০৯মে/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা