মহেশপুরে ২ হাজার বোতল ফেন্সিডিলসহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৯, ১৯:৩৮
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রাম থেকে ২ হাজার বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

আজ শনিবার ভোররাতে ওই গ্রামের খলিলুর রহমানের বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার কাজিরবেড় গ্রামের মোহাইমেন (২৫), সামন্তা গ্রামের তুষার হোসেন (১৬) ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুমলিরচর গ্রামের সুমন মিয়া (৩০)।

তবে পুলিশের অভিযানকালে মাদক ব্যবসায়ী খলিলুর রহমান ও কবির হোসেন পালিয়ে যান।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, সামন্তা গ্রামের খলিলুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ গোপন সূত্রে খবর পায়, ভারত থেকে আনা বিপুল পরিমাণ ফেন্সিডিল তার বাড়িতে মজুত করা হয়েছে। এগুলো ট্রাকযোগে ঢাকায় পাঠানো হচ্ছে।

এ খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল খলিলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর থেকে ২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। পুলিশ ফেন্সিডিল বহনকারী একটি মিনি ট্রাকও জব্দ করে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
চীন থেকে তড়িঘড়ি যে কারণে দেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু…
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা