মংলায় পণ্যবাহী নৌ চলাচল বন্ধ

বাগেরহাট প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৯, ১২:০৪
ফাইল ছবি

দেশব্যাপী নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে মংলাতেও পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বন্দরের আমদানি-রপ্তানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।

সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে ১১ দফা দাবিতে মংলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা।

শ্রমিকদের কর্মবিরতির ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্রবন্দর দিয়ে নৌপথে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানান, বাল্কহেডসহ সকল নৌযান ও নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ, নদীর নাব্যতা রক্ষা, নদীতে প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপনসহ ১১ দফা দাবিতে মংলাসহ সারাদেশে নৌযান চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করবে নৌযান শ্রমিকেরা। কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল নৌযান শ্রমিকদের আন্দোলন কর্মসূচি একাত্মভাবে পালনের জন্য আহ্বান জানানো হয়েছে।

ঢাকাটাইমস/১৬এপ্রিল/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :