সুবর্ণচরে মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ, বহিষ্কার ৪

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৯, ১৯:২৫
অ- অ+

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আলিম পরীক্ষা চলাকালে কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চরজুবিলী রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃতরা হলেন, চরজুবিলী রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষার্থী ওসমান গনি, নুরুল হুদা সোহাগ, সিরাজ উদ্দিন ও চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার পরীক্ষার্থী মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা ছিল। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ রয়েছে। তারপরও ওই চার পরীক্ষার্থী মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, পরীক্ষাকেন্দ্রে নকলমুক্ত পরিবেশের লক্ষ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা